আলিপুরদুয়ার, ১৭ নভেম্বরঃ ডুকপা জনজাতীর সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে বক্সা পাহাড়ে শুরু হল ডুকপা সংস্কৃতি উৎসব।তিনদিন ধরে চলবে এই উৎসব।
বক্সা পাহাড়ের ১৩টি গ্রামের ডুকপা সম্প্রদায়ের বাসিন্দারা এই উৎসবে অংশগ্রহণ করেছে।পর্যটকদের নজর কাড়তে এবং ডুকপা সংস্কৃতি সম্পর্কে সকলকে অবগত করতে ডুকপা নৃত্য, ডুকপা গীত, তীরন্দাজি প্রতিযোগিতা সহ অন্যান্য কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
গতকাল ডুকপা জনজাতির বিভিন্ন খাবারের প্রতিযোগিতা আয়োজিত হয়।আজ তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই ধরণের অনুষ্ঠান বক্সার পাহাড়ের পর্যটনের আরও প্রসার ঘটাবে বলেও মনে করছেন বাসিন্দারা।