রাজগঞ্জ, ১৫ মার্চঃ ফুলবাড়ির জল প্রকল্প পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত।নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার তিনি ফুলবাড়ির জল প্রকল্প পরিদর্শন করেন।
বৃহত্তর শিলিগুড়ি শহরে পানীয় জলের যোগান দেওয়া হয় রাজগঞ্জের ফুলবাড়ি জল প্রকল্প থেকে।কিন্তু ফুলবাড়ি ১ ও ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় জল সরবরাহ করা হয় না।পরিশ্রুত পানীয় জলের জন্য এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের।অন্যদিকে, শিলিগুড়ি শহরেও পানীয় জলের সংকট ও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
এই কারণে এদিন ফুলবাড়ির পানীয় জল প্রকল্প পরিদর্শনে যান পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত।পরিদর্শনের পর তিনি বলেন, পানীয় জলের সংকট মেটানোর উদ্দেশ্যে ৪৪৬ কোটি টাকার একটি প্রকল্প করা হচ্ছে।গজলডোবায় প্রকল্পটি করা হবে।এই প্রকল্প হলে শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা মিটবে পাশাপাশি ফুলবাড়ি ১ ও ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল সরবরাহ করা হবে।তবে গজলডোবা থেকে পাইপ লাইনের মাধ্যমে জল আনতে এলাকার মানুষের সহযোগিতা চান তিনি।