রাজগঞ্জ, ৩১ মেঃ রাজগঞ্জে দুমাসের মধ্যেই ভেঙ্গে গেল নদীর বাঁধ।কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন এলাকার বাসিন্দারা।রাজগঞ্জে ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লির ঘটনা।
জানা গিয়েছে, রাজগঞ্জ বাজার সংলগ্ন সুভাষপল্লি এলাকায় করতোয়া নদীর ভাঙ্গনরোধক বাঁধের দাবি ছিল দীর্ঘদিনের।গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় দুই মাস আগে ৫০০ মিটার বাঁধ তৈরি করে সেচ দপ্তর।ব্যয় হয় প্রায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা।কিন্তু দুই মাসের মধ্যেই সেই বাঁধ ভেঙে যাওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বাঁধ তৈরি হওয়ার দুই মাসও হয়নি। বর্ষার আগেই সেই বাঁধ ভেঙে গেল।সঠিকভাবে কাজ না করায় এই হাল।অবিলম্বে বাঁধ মেরামতের দাবি ছাড়াও বাঁধ তৈরির বিষয়টি তদন্তের দাবি তুলেছেন তারা।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পা দত্ত বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে বাঁধ পরিদর্শনে গিয়েছিলাম।বাঁধ সত্যিই ভেঙে গিয়েছে।বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে।