রাজগঞ্জ, ১৬ মার্চঃ ডাম্পারের ধাক্কায় ভেঙে পড়ল তিনটি বিদ্যুতের খুঁটি।অল্পের জন্য রক্ষা পেল একটি গ্রাম।মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়ভিটায়।ঘটনার পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বালি বোঝাই ডাম্পার গ্রামে ঢোকে।ফিরে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।এতে পরপর তিনটি খুটি ভেঙে পড়ে।সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারে আগুন ধরে যায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে।স্থানীয়রা বালি দিয়ে আগুন আয়ত্তে আনেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার সহ চালককে থানায় নিয়ে যায়।রাতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।এখন অবধি গোটা গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন।যার ফলে প্রচন্ড গরমে সমস্যায় গ্রামের মানুষ।প্রশাসনের কাছে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানা বাসিন্দারা।
এই বিষয়ে রাজগঞ্জ থানার পুলিশ জানায়, গাড়িটি আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়েছে।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।