শিলিগুড়ি,২১ মার্চঃ শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা।
শুক্রবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরির্দশনে যান।এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তিনি।
বার বার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় শহর শিলিগুড়ি।এতে শহরবাসীর শ্বাসকষ্ট হয়।দ্রুত এই সমস্যার সমাধান ও মেয়রের পদত্যাগের দাবি জানান বিজেপি কার্যকর্তারা।