খড়িবাড়ি, ২৮ জুনঃ খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইনের চা শ্রমিকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডুমুরিয়া নদী।প্রতিবছর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে কারো ঘর, কারো আবার জমি।শুক্রবার সকালেও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এক চা শ্রমিকের রান্নাঘর।আতঙ্কে স্থানীয়রা।
জানা গিয়েছে, নদীর গতিপথ বদল হতেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদী টুকরো টুকরো করে ভাঙছে।দীর্ঘ ৫-৭ বছর ধরে নদীর পাশে থাকা অনেকের ঘর, জমি নদীগর্ভে চলে গিয়েছে।বর্ষায় জল বাড়লে নদী যেন আতঙ্কের রুপ নেয়।শুক্রবার স্থানীয় এক চা শ্রমিকের রান্না ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়।
অভিযোগ, একাধিকবার বাঁধের দাবি করেও লাভ হয়নি।নদী থেকে অবৈধভাবে বালি তোলার জেরে নদীর রুপ পরিবর্তন হচ্ছে।পুলিশ প্রশাসনকে জানিয়েও বালি তোলা বন্ধ হয়নি।এভাবেই চলতে থাকলে এই এলাকা একদিন শেষ হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।