শিলিগুড়ি,২৯ জুলাইঃ কেরোসিনের সঙ্গে ভেজাল মিশিয়ে তৈরি হচ্ছিল তারপিন তেল।এরপর সেই তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছিল বাজার।শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় এমনই ভেজাল তারপিন তেলের কারবার চলছিল বহুদিন ধরে। অবশেষে বৃহস্পতিবার ৪৪ নম্বরে ওয়ার্ডে আশীক ঘাট রোডে একটি বাড়িতে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানা।বাড়িটি থেকে হাজার লিটারেরও বেশী ভেজাল তেল মিলেছে।৩ যুবককে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ।জানা গিয়েছে, কয়েকবছর ধরে বাড়ি ভাড়া নিয়ে এই ভেজাল তারপিন তেলের ব্যবসা চলছিল।
এদিন বাড়িটি থেকে তেল ছাড়াও প্রচুর খালি বোতল ও ভুয়ো স্টিকার মিলেছে। জানা গিয়েছে, কেরোসিন তেল কিনে নিয়ে এসে সেগুলিতে ভেজাল মিশিয়ে বোতল বন্দি করা হতো।বাজার দরের থেকে কম দামে সেই তেল তারপিন তেল বলে রঙ ও হার্ডওয়্যারের দোকানে পাঠানো হতো।বহুদিন ধরে বাড়িটিতে এই ভেজাল তেলের কারবার চলতো।আরও কেউ এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।