খড়িবাড়ি, ১৬ জুলাইঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লী, নয়া বস্তি, চক্করমারি সহ অন্যান্য এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিজেপির মন কি বাত সেলের আহ্বায়ক ডঃ এম সমাদার এবং সুবল সিকদারের নেতৃত্বে ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মুকে স্মারকলিপি প্রদান করা হল।
এই বিষয়ে ডঃ এম সমাদার বলেন, চক্করমারি এলাকায় শ্মশানঘাটের সঠিক ব্যবস্থা না থাকার কারণে সৎকার কাজে বিভিন্ন সমস্যা হচ্ছে।বিশেষকরে বর্ষার দিনে শ্মশানঘাটের আশেপাশে জল জমে থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয় মানুষকে।অন্যদিকে বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় প্রচুর পরিমাণে সবজির চাষ হয়।সবজির পাইকারি বাজার না থাকার কারণে কৃষকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে।এদিন শ্মশানঘাট নির্মান, পাইকারি সবজি বাজার এবং ব্রিজ তৈরির দাবি জানানো হয়।
অন্যদিকে বিধায়ক দূর্গা মুর্মু বলেন, এলাকাবাসির বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।