শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ দুর্গা পুজোর আগে মহিলাদের জন্য ‘লেডিস স্পেশাল বাস’ পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি।বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড মিটিং করার পর এমনটাই জানালেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
এদিন বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসযাত্রীদের জন্য পরিষেবা উন্নয়নের একাধিক উদ্যোগের কথা জানান এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।দূর্গা পূজার আগে লেডিস স্পেশাল বাস পরিষেবার পাশাপাশি বাসে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও সিএনজি ও ইলেকট্রিক বাস পরিষেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি আগামীতে ভুটান ও বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করার কথা বলেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।