খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সঙ্ঘশ্রী ক্লাব

শিলিগুড়ি, ২১ জুলাইঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সঙ্ঘশ্রী ক্লাব।


প্রতিবছরই শিলিগুড়ির সঙ্ঘশ্রী ক্লাব নিত্যনতুন থিমের মধ্য দিয়ে শহরবাসীকে চমক দিয়ে থাকে।এবছরও তার অন্যথা হবে না।এবছর ৫৮ তম বর্ষে সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোর থিম “থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে।

এই বিষয়ে সঙ্ঘশ্রী ক্লাবের সম্পাদক শৈবাল দত্ত জানিয়েছেন, বর্তমান সমাজে নবীন প্রজন্মরা ঘরের ভেতরে বদ্ধ হয়ে থাকছে।তা না করে তাদেরকে পরিবেশের সঙ্গে মিলে যেতে হবে।তাহলে তাদের মানসিক বিকাশ ঘটবে।শহরের মানুষের কাছে সেই বার্তা তুলে ধরতে এবার এই থিম।সমস্তটাই পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হবে।পাশাপাশি বিসর্জনের পর যাতে জল দূষিত না হয় সে কারণে মায়ের মূর্তিও সোলার সাঁজ দিয়ে তৈরি করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO