শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সুরক্ষার স্বার্থে ড্রোনের সাহায্যে আকাশপথে চলবে নজরদারি।বিশেষ করে রাতের সময়ে পুজোর ভিড়গুলিতে নজরদারী চালানো হবে।কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে ড্রোনের সাহায্যে ছবি তোলা হবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ হেড কোয়ার্টার থেকে কন্ট্রোল করা হবে এই ড্রোন।
এছাড়াও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সাধারণ মানুষের সহায়তার জন্য দূর্গা পুজোর গাইড ম্যাপ তৈরি করা হয়েছে।আজ ‘গাইড ম্যাপ শিলিগুড়ি পুলিশ’ নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়।মানুষ কোনো সমস্যায় পড়লে সাহায্য করবে এই অ্যাপ।
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি তন্ময় সরকার বলেন, পুজোর জন্য পুলিশের কয়েকটি বিশেষ টিম তৈরি করা হয়েছে।
অন্যদিকে পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে পুলিশ।এদিন শহরবাসীকে দূর্গা পূজার শুভেচ্ছাও জানান কমিশনার।