শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোয় নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মহিলা সুরক্ষার কথা মাথায় রেখে পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান চালু করা হবে।এমনটাই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।
বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শহরের সমস্ত পূজা কমিটি গুলিকে নিয়ে বৈঠকে বসে পুলিশ প্রশাসন।এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করা হয়।এর পাশাপাশি পূজার নিয়মাবলি নিয়ে পুজো উদ্যোক্তাদের জানানো হয়।
জানা গিয়েছে, এবছর দূর্গা পুজোয় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে।চালু করা হবে পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান।এই নজরদারি ভ্যানে এক মহিলা পুলিশ আধিকারিক সহ সাব কন্সটেবল উপস্থিত থাকবেন।যারা মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবেন।
ইস্ট এবং ওয়েস্ট জোনে দুটি পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান থাকবে।মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ করে রাতের সময়ে নজরদারি চালানো হবে।এছাড়াও পুজোর সময় মানুষকে যাতে কোনরকম সমস্যায় না পড়তে হয় এর জন্য ‘কবচ’ অ্যাপ অ্যাক্টিভ থাকবে।