শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সুরক্ষার স্বার্থে পুজোর সময় শহরে মোতায়ন থাকবে দুই হাজারের বেশি পুলিশ কর্মী।এর পাশাপাশি অপরাধ রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে গঠন করা হয়েছে ‘অ্যান্টি সাবোটেজ টিম’।
পুলিশের এই বিশেষ অ্যান্টি সাবোটেজ টিম শহরের সমস্ত পুজো প্যান্ডেলের ভিড়ে নজরদারি চালাবে।যাতে ভিড়ের মধ্যে কোন অপরাধমূলক ঘটনা না ঘটাতে পারে।সন্দেহ হলেই কাজ শুরু করবে এই টিম।পুজোর সময় সারপ্রাইজ চেকিংও করবে এই বিশেষ টিম।
এদিন পূজা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর।এদিন দূর্গা পূজার গাইড ম্যাপও প্রকাশ করা হয়।