কোচবিহার,১ সেপ্টেম্বরঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে বিশেষ তকমা দিয়েছে ইউনেস্কো।ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাজ্য জুড়ে।
এদিন কোচবিহার শহরেও জেলা প্রশাসনের তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।কোচবিহার শহরের জেনকিনস স্কুল মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বড় দেবী মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান,জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ,মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী,সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।