নকশালবাড়ি, ২৪ জানুয়ারিঃ এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনার কবলে বালিবোঝাই ট্রাক।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে দূর্গাপুর যাওয়ার পথে নকশালবাড়ির হাতিঘিসায় রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বালিবোঝাই ট্রাক।তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
গাড়ির চালক প্রেমলাল জানান, গুয়াহাটি থেকে লোহা পৌঁছে ফেরার পথে বীরপাড়া থেকে বালি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।গাড়ির চাবি লক হয়ে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়টি গাড়িটি।তবে এই ঘটনায় অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।