নকশালবাড়ি , ১২ ডিসেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনার কবলে পড়লো রাস্তা নির্মাণকারী সংস্থার চারচাকার গাড়ি।কোনোক্রমে প্রাণে বাঁচল গাড়ির চালক। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার নকশালবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল রাস্তা নির্মাণ সংস্থার গাড়িটি। কিরণচন্দ্র চা বাগান সংলগ্ন লালফা ব্রিজের পাশে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা বাগানের গাছে ধাক্কা মারে চারচাকার গাড়িটি। পরে একটি নালায় গিয়ে আটকে যায় গাড়িটি।কোনক্রমে প্রানে বাঁচেন গাড়ির চালক।
তৎক্ষনাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
