দুর্ঘটনার কবলে পড়লো স্কুল বাস, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ পড়ুয়াদের নিয়ে দুর্ঘটনার কবলে পড়লো স্কুল বাস।অল্পের জন্য প্রাণে বাঁচলেন পড়ুয়া সহ কয়েকজন।যদিও ঘটনায় আহত হয়েছেন ৪ জন।


জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুল বাস পড়ুয়াদের বাড়িতে রাখতে সালবাড়ি থেকে মেডিক্যালের দিকে যাচ্ছিল।সেইসময় মাটিগাড়া থানা অন্তর্গত ফাঁসিদেওয়া মোড় ফ্লাইওভার ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি।ঘটনার সময় বাসে ৮ জন ছিলেন।তাদের মধ্যে এক পড়ুয়া, এক শিক্ষক সহ ৪ জন আহত হন।খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এবং বালাসন ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom