রাজগঞ্জ, ৮ মার্চঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী দেবাশীষ সর্দার।শুক্রবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির বিজনেশ কলোনির বাসিন্দা বুলু বৈরাগীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।
জানা গিয়েছে, গত রবিবার বিয়ে বাড়ি থেকে বন্ধুকে বাড়িতে রাখতে গিয়ে সাহুডাঙ্গি সংলগ্ন গোড়ামোড় এলাকায় দুর্ঘটনার শিকার হয় বুলু বৈরাগীর ছোটো ছেলে বিলাস বৈরাগী।মাথায় গুরতর চোট পায় যুবক।তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।সেখানে চারদিন থাকার পর তার অবস্থার অবনতি হলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।তবে অর্থের অভাবে সেখানে তার চিকিৎসাও শুরু করা যায়নি।
এই বিষয়ে বাবা বুলু বৈরাগী বলেন, ছেলে গত রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়।বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আমি রঙ মিস্ত্রির কাজ করে কোনোরকমে সংসার চালাই।অর্থের অভাবে ছেলের চিকিৎসা শুরু করা যাচ্ছে না।ছেলেকে সুস্থ করে তুললে সাহায্যের আবেদন জানান তিনি।
এদিকে খবর পেয়ে আজ পরিবারটির সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্যে তুলে দেন সমাজসেবী দেবাশীষ সর্দার।এই বিষয়ে সমাজসেবী দেবাশীষ সর্দার বলেন, আমবাড়ির একটি ছেলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়।খবর পেয়ে পরিবারটির সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্য তুলে দিলাম।ছেলেটিকে সুস্থ করে তুলতে আরও অর্থের প্রয়োজন।যুবককে সুস্থ করে তুলতে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনিও।
কোন সহৃদয় ব্যক্তি পরিবারটিকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুনঃ ৭৬৭৯৭-৮৫৩২৬ এই নম্বরে।