দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়।জানা গিয়েছে,আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে বাবুল সুপ্রিয়র কনভয়ে দুর্ঘটনা ঘটে।
সূত্রের খবর, একটি বোলেরো গাড়ি লেন ভেঙে বাবুল সুপ্রিয়র কনভয়ে ঢুকে পড়ে।তারপর ধাক্কা মারে কনভয়ে থাকা বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়কের গাড়িতে।ঘটনায় আহত হন আপ্ত সহায়ক।তবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।চালকের বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ উঠেছে।