শিলিগুড়ি, ১৫ জুনঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।ভয়াল রুপ ধারণ করেছে তিস্তা।উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে শিলিগুড়ি পুরনিগম।শনিবার বৈঠক সেরে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, নির্বাচনী বিধিনিষেধ উঠে যাওয়ার পর শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচি করেন গৌতম দেব।টক টু মেয়র অনুষ্ঠান শেষ করে জরুরি বৈঠকে বসেন মেয়র।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ সহ অন্যান্য অধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, সিকিমে লাগাতার বৃষ্টিতে তিস্তার জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।এর জন্য লক গেট খুলে রাখতে হয়েছে এবং জলের সাথে অনেক কিছুই ভেসে আসছে যার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে।তবে এর জন্য প্রস্তুত রয়েছে পুরনিগম।এই পরিস্থিতিতে পানীয় জলের যাতে সমস্যা না হয় তাই ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মেটানো হবে।যদি দরকার পরে তবে পিএইচই এর সাহায্য নিয়ে জলের পাউচ দেওয়া হবে।