কোচবিহার,২৪ জুলাইঃ কোচবিহার জেলা দিনহাটা মহকুমার বড় আটিয়াবাড়ী ১ নম্বর ব্লকের অন্তর্গত গীতালদহের বাসিন্দা এক কৃষকের বাড়িতে জন্ম নিল একটি দুর্লভ প্রজাতির বাছুর।এদিন বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমান মানুষ।
জানা গিয়েছে,বাছুরটির একটি মাথা তিনটি চোখ দুটি জিহ্বা রয়েছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছে প্রশাসনের বিশেষ দল।বিশেষজ্ঞরা বলছেন,কোন জেনেটিক কারণেই এই ধরনের দুর্লভ প্রজাতির বাছুর জন্ম নিয়েছে।