কোচবিহার,২৫ মার্চঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলি এবং এটিএমগুলিতে মানুষের ভিড় এড়াতে এবং দূরত্ব বজার রাখতে বিশেষ উদ্যোগ কোচবিহার প্রশাসনের।
বুধবার কোচবিহার সদর মহকুমা শাসকের নির্দেশে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহার শহরের সমস্ত ওষুধের দোকান থেকে শুরু করে এটিএম কাউন্টার ও নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে দিয়ে গন্ডি কেটে দেওয়া হয়েছে।যাতে সাধারণ মানুষ দূরত্ব বজায় রেখে তাদের কাজ করতে পারেন।
অন্যদিকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।