ইসলামপুর, ২০ সেপ্টেম্বরঃ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দুরে দুষ্কৃতিদের গুলিতে জখম এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া সাতভিটা এলাকায়।আহত ব্যক্তির নাম আব্দুল গনি।
জানা গিয়েছে, রবিবার রাতে পাঞ্জিপাড়া বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।সেইসময় পেছন থেকে দুই দুষ্কৃতি বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায়।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।এরপর পরিবারের তরফে ঘটনার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।