শিলিগুড়ি, ৩ মেঃ অভিনব পদ্ধতিতে খাদ্যসামগ্রী বিতরণ করল নতুন উদ্যোগ। সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়েছিল বুফে সিস্টেম।
লকডাউনে কাজ বন্ধ থাকায় খাদ্যের অভাবে ভুগছে বহু মানুষ। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েই নতুন উদ্যোগের তরফে বেশকয়েকদিন ধরে বিলি করা হয় টোকন। সেইমত রবিবার সকাল থেকেই শুরু হয় খাদ্যসামগ্রী বিতরণ। এদিন বুফে নিয়মে খাদ্যসামগ্রী তুলে নেন আগত মানুষেরা।
সংস্থার সম্পাদিকা অমৃতা বিশ্বাস জানান, ১৫ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন মানুষের মধ্যে আজ খাদ্যসামগ্রী বিতরণ করা হল। খাদ্যসামগ্রী নিতে যারা এসছিলেন তাদের সকলকেই প্রথমে স্যানিটাইজার ব্যবহার করানো হয়, এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিলি করা হয় খাদ্যসামগ্রী।