দুঃস্থ বয়স্ক মানুষদের সাহায্যে এগিয়ে এলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকার দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের সহযোগিতায় এবার এগিয়ে এলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ইনাকটাস সেন্ট জেভিয়ার্স কলেজ ও ‘ডু নেশন’ সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রধাননগর,ভক্তিনগর,এনজেপি,মাটিগাড়া,বাগডোগরা থানা সহ আমবাড়ি ও মিলনপল্লী ফাঁড়িকে সেইসব থানা ও ফাঁড়ির অন্তর্ভুক্ত এলাকায় থাকা দুঃস্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের সাহায্য এবং তাদের সমস্তরকম সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছে।আজ বিভিন্ন থানার তরফে দুঃস্থ বয়স্ক মানুষদের হাতে প্লাস্টিকের বালতি,ওয়াটার ফিলটার ও মিষ্টি তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *