শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির উদ্যোগে ২০০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল।
শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস, খালপাড়া ফাঁড়ির ইনচার্জ সুদীপ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে আজ এই কম্বল প্রদান করা হয়।
শিলিগুড়ি থানার আইসি এবং খালপাড়া ফাঁড়ির ওসি জানান, আমরা মানুষের পাশে সবসময় রয়েছি এবং আগামীতেও থাকবো।