শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ শ্যামা পূজার প্রাক্কালে দুঃস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিল সুকান্ত পল্লী কালীবাড়ি কমিটি।এদিন প্রায় ২৫০ জন শিশুর হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
ইচ্ছে থাকলেও অর্থের অভাবে নতুন বস্ত্র পড়তে পারে না আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছোট ছোট শিশুরা।সেই শিশুদের সাময়িক আনন্দ দিতে উদ্যোগী হয় সুকান্তপল্লী কালীবাড়ি কমিটি।এবছর তাদের পুজোর ৭৫তম বর্ষ উপলক্ষে এলাকার দুঃস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করে মন্দির কমিটি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি।তিনি বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সুকান্তপল্লী কালীবাড়ি কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। আগামীতেও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হবে।