গজলডোবা, ১৬ অক্টোবরঃ গজলডোবার তিস্তা চর এলাকায় দুঃস্থদের হাতে পুজোর নতুন বস্ত্র দিলেন শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গিয়েছে, সোমবার রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন মিলনপল্লী এলাকায় প্রায় শতাধিক মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়।দুর্গোৎসবের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি প্রল্লাদ নন্দী জানান,সিকিমের মেঘভাঙ্গা বৃষ্টির ফলে সিকিমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন এই রাজ্যের বহু মানুষ।বাদ পড়েননি গজলডোবার তিস্তাপরের বাসিন্দারাও।এদিকে সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।তাই তিস্তার জলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।