ফালাকাটা, ১৫ নভেম্বরঃ উত্তরবঙ্গ হিজরা উন্নয়ন সংগঠন ফালাকাটার পক্ষ থেকে এলাকার ১৬০ জন দুঃস্থ মহিলাদের নতুন শাড়ি বিতরণ করা হল।এর পাশাপাশি খাওয়ানোর ব্যবস্থাও করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা ভট্টাচার্য্য, ফালাকাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার, সমাজসেবী আবদুল মান্নান, নেপাল গোপ, ভোলা দাসগুপ্ত, সুতপা ভদ্র, সুনীল রায় প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন, এদের সবাই একটু আলাদা চোখে দেখে।এরা আমাদের সমাজের অঙ্গ।সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্মে তারা অগ্রণী ভুমিকা পালন করছে।
উত্তরবঙ্গ হিজরা উন্নয়ন সংগঠনের পক্ষে চাঁদনী বিশ্বাস বলেন, আমরা আমাদের সমাজের রিতিনীতি মেনে কালি পুজোর দিন আমাদের কুল দেবীর পুজো করে থাকি।সকলের কাছে আমাদের অনুরোধ আমাদের আলাদা চোখে নয়, আপনাদের সন্তান রূপেই দেখুন।