স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

রাজগঞ্জ, ৩০ ডিসেম্বরঃ বছর শেষে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করলেন সমাজেসেবী সংস্থার সদস্যরা।


সোমবার শিলিগুড়ির সমাজেসেবী সংস্থা নবদিগন্ত সাংস্কৃতিক ও সামাজিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে সরস্বতীপুর চা বাগানের দুঃস্থ মহিলাদের হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

সংস্থার সদস্যা নবনীতা গুপ্ত জানান, নবদিগন্ত সমাজেসেবী সংস্থার পক্ষ থেকে বছরে দু-বার করে প্রত্যন্ত এলাকা ও চা বাগানে গিয়ে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।সেই মতো আজ সরস্বতীপুর চা বাগানের প্রায় ৮০ জনের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র তুলে দেওয়া হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet