শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ চাঁদমুনি চা বাগানের দুঃস্থ শিশু এবং বয়স্কদের নিয়ে পিকনিকের আয়োজন করলো রাধাকৃষ্ণ জনকল্যাণ সমিতি।সমিতির এমন উদ্যোগে খুশি সকলে।
জানা গিয়েছে, এদিন প্রায় ৩০০ এর বেশি শিশু ও বয়স্ক নাগরিকদের নিয়ে পিকনিকের আয়োজন করে রাধাকৃষ্ণ জনকল্যাণ সমিতি।সকলকে সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।
এই বিষয়ে রাধাকৃষ্ণ জনকল্যাণ সমিতির সদস্য বচ্চন সাহনী বলেন, প্রতিবছর সমিতির তরফে ১২ জানুয়ারী পিকনিকের আয়োজন করা হয়।এবছরও ৩০০ জনেরও বেশি শিশু এবং বয়স্কদের নিয়ে পিকনিক করা হল।