নকশালবাড়ি, ১৯ জানুয়ারিঃ দুঃস্থ শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করলেন সমাজসেবী বিদ্যুৎ দাস। রবিবার নকশালবাড়ির রথখোলায় ৭০০জন দুঃস্থ শিশু ও বয়স্কদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তিনি।
জানা গিয়েছে, এদিন নকশালবাড়ি রথখোলা টুকরিয়াঝাড় বনবিভাগ সংলগ্ন মাঠে এই পিকনিক অনুষ্ঠিত হয়।এদিন দুঃস্থ শিশুরা ছাড়াও প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাজসেবী বিদ্যুৎ দাস জানান, নতুন বছরে দুঃস্থ শিশুরা পিকনিক যেতে পারে না।তাদের আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত ১১ বছর ধরে পিকনিকের আয়োজন করা হচ্ছে।এদিন খাওয়া-দাওয়া, গান বাজনা ও খেলাধুলার মাধ্যমে আনন্দে মেতে ওঠে শিশুরা।খাওয়ার পাশাপাশি বিভিন্ন খেলা ও পুরস্কার প্রদান কেয়া হয়।