শিলিগুড়ি, ৮ জুনঃ রাজ্যে চলছে বিধিনিষেধ।করোনার জেরে এই বিধিনিষেধে বহু মানুষ খাদ্যসংকটে ভুগছেন।
গতবছর লকডাউনে দুঃস্থ-অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে এগিয়ে এসেছিল বহু মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন।তবে এবারে রোগি পরিষেবা ও অক্সিজেন পরিষেবা দিতে এগিয়ে এসেছেন বহু মানুষ।এরফলে খাদ্যসংকটে দুঃস্থ মানুষেরা।তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে ২৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমুল কংগ্রেস।বাবুপাড়া মোড় সংলগ্ন একটি ক্লাবে কমিউনিটি কিচেনের মাধ্যমে জনসেবা করে চলেছেন তারা।
২৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে বাবাই বসু রায় জানান, কার্যত লকডাউনের শুরু থেকে এই কমিউনিটি কিচেনের মধ্য দিয়ে মানুষের মধ্য খাবার বিতরন করছেন তারা।আগামীদিনেও এই কাজ চালিয়ে যাবেন তারা।