বাগডোগরা, ২৫ ডিসেম্বরঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।
এদিন বাগডোগরা বিহার মোড়ে আপার-লোয়ার বাগডোগরা ও গোঁসাইপুর এলাকার দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়।অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।
এদিন উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, লোয়ার বাগডোগরা মন্ডলের সভাপতি শিষনু ওঁরাও, আপার বাগডোগরা মন্ডলের সভাপতি সিদ্ধার্থ থাপা, আপার বাগডোগরা মন্ডলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা সরকার মিত্র, লোয়ার বাগডোগরা মন্ডলের সাধারণ সম্পাদক রেখা রাই সিংহ সহ অন্যান্যরা।পাশাপাশি তুলসী পূজন দিবস ও বড়দিনের শুভেচ্ছা জানান বিধায়ক।