শিলিগুড়ি,২৪ মেঃ শিলিগুড়ি রিলিফ সোসাইটির তরফে প্রায় ২০০ মানুষের হাতে খাবার তুলে দিলেন তৃণমূল নেতা তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নান্টু পাল।
লকডাউনে খাদ্যাভাবে ভুগছে দুঃস্থরা। তাই এইসময়ে তাদের পাশে দাড়াতেই এই উদ্যোগ৷এদিন ঋষি অরবিন্দ রোডে প্রধান বিল্ডিং এর সামনে দুঃস্থদের খাবার বিতরণ করা হয়।
