দুঃস্থদের জন্য বিনামূল্যে সবজির বাজার বসিয়ে বিবাহবার্ষিকী পালন বিধাননগরের দম্পতির

শিলিগুড়ি, ১৫ মেঃ বিবাহবার্ষিকীতে বিনামূল্যে সবজির বাজার বসিয়ে গরীব মানুষদের সাহায্য করলেন বিধাননগরে বাসিন্দা নির্মল ঘোষ ও সোমা ঘোষ।


জানা গিয়েছে, নির্মল ঘোষ ও সোমা ঘোষের বৃহস্পতিবার ১৩ তম বিবাহবার্ষিকী ছিল।সেই উপলক্ষে বিধাননগর ওয়েলফেয়ারের কর্ণধার বাপন দাসের পরিচালনায় চেঙ্গা নদীর পাড়ে আজ সকালে বিনা পয়সার বাজার বসানো হয়।এদিনের বাজারে চাল, ডাল, আটা, তেল সহ প্রায় ১৪ রকমের খাদ্যসামগ্রী ও সবজি পেয়েছেন গ্রামবাসীরা।

নির্মল ঘোষ বলেন,  বাপন দাস তার বিবাহবার্ষিকীতে বিনে পয়সার বাজার বসিয়েছিলেন।তার এই কাজে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করি।


এদিকে তার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।এদিনের কর্মসূচীতে বিধাননগর মহিলা ওয়েলফেয়ারের সদস্য মৌসুমী পাল, ঈশিতা দাস ও সাধনা ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বাপন দাস বলেন, প্রতি সপ্তাহে বিভিন্ন যায়গায় বিনামূল্যের বাজার বসবে।এর ফলে অসহায় মানুষরা তাদের পছন্দমতো নিত্যপ্রয়োজনীয় জিনিস নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin giriş