শিলিগুড়ি, ২০ মেঃ লকডাউনের পর থেকে দুঃস্থ মানুষদের সাহায্য এগিয়ে এসেছে শিলিগুড়ি ইন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।আজ শিলিগুড়ির ফাড়াবাড়ি এলাকায় প্রায় ২৫০০ মানুষকে খাবার তুলে দেন সোসাইটির সদস্যরা। অন্যদিকে, বেশ কয়েকটি অসহায় পরিবারকে চাল, ডাল, সবজি সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শিলিগুড়ি ইন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রাজু দে বলেন, সংস্থার তরফে ৫৮ দিন ধরে দুঃস্থ মানুষদের সাহায্য করা হচ্ছে। বন্ধ চা বাগান ও গ্রাম এলাকার অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।