শিলিগুড়ি,৬ মেঃ লকডাউনে দুঃস্থদের খাবার খাইয়ে বিবাহবার্ষীকি পালন দম্পতির।শিলিগুড়ির নেতাজি পাড়ার বাসিন্দা সুজিত সরকার ও শ্রীদেবী সরকার।বুধবার তাদের দ্বিতীয় বিবাহবার্ষীকি।প্রথম বিবাহবার্ষিকী আত্মীয়দের সঙ্গেই পালন করেছিলেন।ইচ্ছে ছিল এবারও তেমনভাবেই পালন করবেন।কিন্তু বাধ সাধলো করোনা।লকডাউন থাকায় সেই অনুষ্ঠান বাতিল করতে হয়।আত্মীয়দেরও জানিয়ে দেন এবার আর বাড়িতে সেলিব্রেশন হচ্ছে না।এদিকে লকডাউনে বহু মানুষ ভালভাবে খাবারও পাচ্ছেন না বলে জানতে পারেন।তখনই সিদ্ধান্ত নেন দুঃস্থদের খাইয়ে এবার বিবাহবার্ষিকী পালন করবেন।
সেইমতো বুধবার বাড়ির কাছে পাইপলাইনে ৭০০-৮০০ জন মানুষের খাবার ব্যবস্থা করেন দম্পতি।খাবার পরিবেশনে এগিয়ে আসেন স্থানীয়রা। খাবারের মেনুতে ছিল, ভাত, সয়াবিন, ডিম, রসগোল্লা।এদিন এলাকার সমস্ত দুঃস্থ মানুষদের খাবার খাওয়ান দম্পতি।পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে যাতে সকলে খাবার নেন সেদিকেও ছিল নজর।