শিলিগুড়ি, ১৬ মেঃ লকডাউনের পর থেকে গরীব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে শিলিগুড়ির শিখ ইয়ুথ ফোরাম।
জানা গিয়েছে, প্রায় ৫৩ দিন ধরে এই কাজ করে চলেছে শিখ ইয়ুথ ফোরাম। আজ ফোরামের তরফে ভক্তিনগর থানার অন্তর্গত বেদগাড়া এলাকায় প্রায় ৮০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।
এদিনের কর্মসূচীতে এসপি রাজেন ছেত্রী, ভক্তিনগর থানার আইসি সুজয় টুঙ্গা এবং শিখ ইয়ুথ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। লকডাউনে কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে এই কারণেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন ফোরামের সদস্যরা।