শিলিগুড়ি,২১ অক্টোবরঃ পুজোয় দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল ফুলেশ্বরীর বেশকিছু পরিবার।
লকডাউনে ক্ষতিগ্রস্ত প্রায় সকলেই, বিশেষ করে দুঃস্থ গরীব মানুষেরা ক্ষতির সম্মুখীন হয়েছে।এদিকে লকডাউন স্থগিত হওয়ার পরপরই রাজ্য মেতেছে শারদীয় উৎসবে। তবে দুঃস্থ মানুষদের হাতে নেই অর্থ, তাই একপ্রকার নতুন বস্ত্র ছাড়াই পুজো কাটাতে হবে তাদের।সেই কথা ভেবে সেই সমস্ত বেশকিছু গরীব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালো ফুলেশ্বরীর বেশ কয়েকটি পরিবার।
বুধবার আমবাড়ি ভেল্কি পাড়ায় প্রায় ৩৫ জন শিশুর হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন তারা।অনুতোষ সরকার জানান, এই ধরনের উদ্যোগ যদি সকলেই নেয়, তাহলে কোন দুস্থ পরিবার এবছরের শারদীয় উৎসবে নতুন বস্ত্র থেকে বঞ্চিত হবে না।