শিলিগুড়ি,১৭ জুনঃ দুঃস্থ খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে এলো প্লেয়ার্স ওয়েলফেয়ার এন্ড রিহ্যাব সোসাইটি ক্রিড়াদীপ্তি।
শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংস্থার সদস্যরা জানান, অনেক সময় পড়াশোনার চাপে ভালো খেলোয়াড়দের খেলা ছেড়ে দিতে বাধ্য হয়।সেইসব খেলোয়াড়দের অভিভাবকদেরকে সচেতন করা হবে সংস্থার তরফে।আবার অনেক সময় দেখা যায় অর্থের অভাবে অনেক ভালো খেলোয়াড়রা মাঝপথে খেলা ছেড়ে দেন। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকা বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছে ক্রীড়াদীপ্তি।
উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত।এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক সুদীপ্ত সেন, শর্বাণি রায়, ক্রীড়াদীপ্তির কো-অর্ডিনেটর অমিত সরকার।