বাগডোগরা, ২৬ মার্চঃ দুটি বাইকের সংঘর্ষে আহত হল ৪ জন।বাগডোগরার গোঁসাইপুরের ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিবমন্দির থেকে বাগডোগরার দিকে আসছিল একটি বাইক।সেইসময় পেছন থেকে অপর একটি বাইক ধাক্কা দেয়।ঘটনায় দুটি বাইকে থাকা ৪ জন ছিটকে পড়েন।
ঘটনার পর বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ।