দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ৭   

খড়িবাড়ি, ১৫ জানুয়ারিঃ খড়িবাড়ি-ঘোষপুকুর সড়কে পথ দুর্ঘটনায় জখম ৭ জন।


জানা গিয়েছে, শনিবার যাত্রী বোঝাই একটি গাড়ি খড়িবাড়ি থেকে ঘোষপুকুরের দিকে যাচ্ছিল।সেইসময় উল্টোদিক দিয়ে আসা একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় জখম হয় যাত্রীবাহী গাড়িতে থাকা ৬ জন এবং অন্য চার চাকা গাড়িটিতে থাকা ১ জন।

ঘটনার পর তাদের উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist