শিলিগুড়ি, ২১ জুনঃ ২৪ ঘন্টার মধ্যে শিলিগুড়ির পৃথক দুটি জায়গা থেকে দুটি অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।একটি সাত ফুট ও অন্যটি ছয় ফুট লম্বা অজগর উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে সালুগাড়া বিএসএফ ক্যাম্পের ভেতরে একটি গাছের ঝোপে অজগর দেখতে পান জওয়ানরা।এরপরই খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী রবি রায়কে।খবর পেয়ে রবি রায় ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে।
রবি রায় জানান, সালুগাড়া বিএসএফ ক্যাম্প থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।খাবার ও ঠান্ডা জায়গার সন্ধানেই অজগরগুলি বর্তমানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সমরনগর বটতলার গঙ্গামন্দির এলাকা থেকে ছয় ফুট লম্বা অজগর উদ্ধার করেন স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশের মাধ্যমে অজগরটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।