শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রাস্তায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন।সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার গুয়াবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।বিকট শব্দে রাস্তায় বেড়িয়ে আসেন স্থানীয়রা।ঘটনায় গাড়ির ভেতরে আটকে পড়েন তিনজন।তড়িঘড়ি খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।