রাজগঞ্জ, ২৬ মার্চঃ দুটি মালবাহী গাড়ির সংঘর্ষে আহত হল ১ জন।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি -জলপাইগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের রাজগঞ্জের সারিয়াম মোড় এলাকায়।আহত ব্যক্তির নাম রতন রায়।
জানা গিয়েছে, গতকাল রাতে রাজগঞ্জের সারিয়াম মোড় এলাকায় একটি ক্যান্টার ট্রাক ও লরির মধ্যে সংঘর্ষ হয়।এরফলে আহত হয় ক্যান্টারের চালক।আহত চালক মদ্যপ অবস্থায় ছিল।এই কারণেই দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠায়।যদিও লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।