কোচবিহার, ৭ অক্টোম্বরঃ সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে তিস্তায় হড়পা বানে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, মানুষ।অনেকের মৃত্যু হয়েছে।শুক্রবার রাতে হড়পা বানে ভেসে যাওয়া দুজনের মৃতদেহ ভারতকে হস্তান্তর করলো বাংলাদেশ।
শুক্রবার রাতে ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারি গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ বর্ডার গার্ড, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে দুজনের মৃতদেহ তুলে দেয়।
জানা গিয়েছে, সিকিমের হড়পা বানে তিস্তার জলে ভেসে বাংলাদেশের লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী এলাকায় মৃতদেহ দুটি ভেসে উঠে। স্থানীয়দের থেকে খবর পেয়ে লালমনিরহাট থানা মৃতদেহ উদ্ধার করে। পরে খবর দেওয়া হয় বিএসএফকে।এরপরই মৃতদেহ ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়।সেই অনুযায়ী গতকাল রাতে বিএসএফ এর ৯০ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট , পুলিশ আধিকারিক সহ বিএসএফের শীর্ষ কর্তারা বাংলাদেশ বর্ডার গার্ড এর সাথে ফ্ল্যাগ মিটিং করে।সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দুটি ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ।
কোচবিহার জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটির এখনও সঠিক পরিচয় পাওয়া যায়নি।তার খোঁজ চলছে।