রাজগঞ্জ, ২৮ মার্চঃ দীর্ঘদিনের দাবি পূরণ, দুটি সেতুর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।
শুক্রবার রাজগঞ্জের শিকারপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বেলাকোবার সাহেববাড়িতে গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করেন বিধায়ক।পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থা (WBSRDA)-র অর্থানুকূল্যে প্রায় ১০ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অন্যদিকে, একই গ্রাম পঞ্চায়েতের হাসুয়াপাড়া গ্রামেও আরও একটি সেতুর শিলান্যাস করেন বিধায়ক। চাওয়াই নদীর উপর সেতুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৭কোটি ৪১ লক্ষ টাকা।
দুটি সেতু তৈরী হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হবে।এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, নারায়ণ বসাক ও রজনিকান্ত রায়।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকায় দুটি সেতু দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল।সেতুটি দুর্বল থাকার জন্য ভারী যান চলাচল বন্ধ ছিল।ফলে যাতায়াতের অসুবিধায় পড়তে হত মানুষকে।গ্রামের মানুষের কথা চিন্তা করে আজ এই সেতু দুটির শিলান্যাস করা হল।