বানারহাট,২ জানুয়ারিঃ বানারহাট এলআরপি মোড়ের কাছে ৩১ সি জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম হল দুটি চিতাবাঘ।শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।অন্যদিকে গাড়ি উলটে জখম হয়েছেন গাড়িতে থাকা ৫ যাত্রী।সকলেই কোচবিহারের বাসিন্দা।
সূত্রের খবর, ওই ৫ যাত্রী নতুন বছর উপলক্ষে ডুয়ার্সের ঝালং সহ বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন।সেখান থেকে রাতে ফিরছিলেন তারা।বানারহাট এলাকায় আচমকা রাস্তার ওপরে চলে আসে দুটি চিতাবাঘ।দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চিতাবাঘদুটিকে।এরপরই গাড়িটি রাস্তার ধারে উলটে যায়।
পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বানারহাট থানার পুলিশ ও বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা।আহত ৫ যাত্রীকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে আহত একটি চিতাবাঘের খোঁজ পাওয়া গেলেও অন্য চিতাবাঘটির খোঁজ পাওয়া যায়নি এখনও।আহত চিতাবাঘটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।পাশাপাশি অন্য চিতাবাঘটির খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা।