ধূপগুড়ি, ২৭ জুনঃ করোনা আবহে শুরু হয়েছে দুয়ারে প্রাথমিক শিক্ষক কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে অসহায় এবং দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসলেন ধুপগুড়ির তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
রবিবার ধুপগুড়ির কমিউনিটি হল থেকে ৭ জনকে খাদ্যসামগ্রী তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হল।এরপর ৫০ জন দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে খাদ্যসামগ্রী।আগামীতেও এই কর্মসূচি চলবে বলে জানান ধুপগুড়ি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনীন্দ্র সরকার।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্মল রায়, ধুপগুড়ি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফনিন্দ্র সরকার, প্রাক্তন বিধায়ক মিতালী রায়, ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং, টাউন ব্লক সভাপতি দেবদুলাল ঘোষ, রাজ্য সম্পাদক ইভান দাস, তিন নম্বর সার্কেল সভাপতি ধরণী রায় সমেত সমিতির সদস্যরা।